করোনা আক্রান্ত: শেরপুরে সেঞ্চুরি পার

গত মঙ্গলবার শেরপুর জেলায় করোনায় আক্রান্ত ছিল ৮৪ জন। বুধবার ছিল ৯৪ জন। ৩ জুন বুধবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগার থেকে পাঠানো প্রতিবেদন অনুযায়ী আরও যোগ হলো ১৪ জন। এখন মোট আক্রান্ত সংখ্যা ১০৮ জন। সর্বশেষ রিপোর্ট অনুাযায়ী শেরপুরের করোনা আক্রান্তের সংখ্যা সেঞ্চুরি পার করলো। আজ বৃহস্পতিবার ময়মনসিংহ থেকে আরও রিপোর্ট আসবে। এই রিপোর্টে আরও ক’জন যোগ হবে।

প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তবে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৫ জন। আর মারা গেছেন একজন। জেলা স্বাস্থ্য বিভাগ মনে করছে, লকডাউন নেই মানুষজন কোন স্বাস্থ্যবিধি মেনে চলছে না। এভাবে চলতে থাকলে অবস্থা ভয়ঙ্কর হতে পারে বলে জানিয়েছে সিভিল সার্জন।

সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ এইসব তথ্য নিশ্চিত করে জানান, শেরপুরে ২ মাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৮ জনে। এর মধ্যে শেরপুর সদরে ৫০, শ্রীবরদীতে ১১, ঝিনাইগাতীতে ১৩, নকলায় ২০ ও নালিতাবাড়ী উপজেলায় ১৪ জন রয়েছেন। করোনার বিস্তার প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন হওয়ার ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহবান জানান তিনি।