মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু

নেত্রকোনার মোহনগঞ্জে মাছ ধরতে গিয়ে নদীর পানিতে ডুবে কালন মিয়া (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার গাগলাজুর বাজারের সামনের ধনু নদীতে এ ঘটনা ঘটে।

নিহত কালন মিয়া উপজেলার গাগলাজুর ইউনিয়নের মান্দারবাড়ি গ্রামের মৃত মালে হোসেনের ছেলে।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মান্দারবাড়ি গ্রামের মৃত মালে হোসেনের ছেলে কালন মিয়া দীর্ঘদিন ধরে একটি ছোট নৌকা নিয়ে গাগলাজুর বাজারের সামনের ধনু নদীতে বর্শী দিয়ে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে আসছিলেন।

বুধবার সকালে তিনি প্রতিদিনের ন্যায় ওই নদীতে বর্শী দিয়ে মাছ শিকার করতে যান। মাছ শিকারের এক পর্যায়ে কালন মিয়া হঠাৎ করে নৌকা থেকে পানিতে পড়ে গিয়ে ডুবে যান। পরে বিষয়টি নদীতে থাকা অন্যান্য বর্শী শিকারিদের নজরে পড়লে তারা গ্রামের লোকজনদের নিয়ে প্রায় দেড় ঘন্টা ঘটনাস্থলসহ নদীর আশপাশে জাল ফেলে অনেক খোঁজাখুঁজির পর ঘটনাস্থলের প্রায় ৫০ গজ দূর থেকে কালন মিয়ার মৃতদেহ উদ্ধার করা হয়।

উপজেলার গাগলাজুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও মান্দারবাড়ি গ্রামের বাসিন্দা আব্দুল হেলিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময় : ১৪০৫ ঘণ্টা, ১১ অক্টোবর,  ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ