গান গাইতে গাইতে নদীতে ডুবে গেলেন বয়াতি

জামালপুরের ইসলামপুর উপজেলায় দশানী নদীতে ডুবে যাওয়া বয়াতি বকুল মিয়ার লাশ উদ্ধার করেছে ডুবুরি দল।

সোমবার বিকেলে উপজেলার কান্দারচর এলাকায় দশানী নদী থেকে মৃতের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, গতকাল রোববার রাত ৯টার দিকে ইসলামপুরের বালিয়ামারী এলাকার নেহা মিয়ার বলাকা নামের একটি বাইচ খেলার নৌকা নিয়ে স্থানীয় একদল যুবক শেরপুরের ৭নং চর এলাকায় দশানি নদীতে বাইচ খেলা শেষে বাড়ি ফিরছিলেন।

একপর্যায়ে নৌকাটি ইসলামপুরের বালিয়ামারী এলাকায় পৌঁছালে ওই নৌকার সারি গানের বয়াতি বকুল মিয়া হঠাৎ নৌকা থেকে পানিতে পড়ে ডুবে যায়। ওই সময় তিনি নাকি গান গাইছিলেন। এরপরে অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। সোমবার বিকেলে উপজেলার কান্দারচর এলাকায় দশানী নদী থেকে তার লাশ পাওয়া যায়।

ইসলামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান খান জানান, বালিয়ামারী এলাকায় বাইচ খেলার নৌকা থেকে পড়ে এক বয়াতি দশানি নদীতে ডুবে নিখোঁজ হয়। বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়।

গাইবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিকেলেই মৃতের দাফন সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ সময় : ১৮১৫ ঘণ্টা, ২৩ অক্টোবর,  ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ