নেত্রকোনায় ট্রাকচাপায় পথচারীর মৃত্যু, চালক আটক

নেত্রকোনার কেন্দুয়ায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সুধাংশু পাল (৪৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে কেন্দুয়া পৌরসভার সামনে রাস্থা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

তিনি উপজেলার বলাইশিমুল ইউনিয়নের লস্করপুর গ্রামের গিরিন্দ্র পালের ছেলে ও স্থানীয় বাজরের ক্ষুদ্র ব্যবসায়ী।

ঘটনার পর এলাকাবাসী ঘাতক ট্রাকসহ (চট্টগ্রাম মেট্রো-ট ১১-৫৫৮০) চালক এনামূল হককে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করেছে। চালক এনামূল বগুড়া জেলার আব্দুল লতিফের ছেলে।

জানা গেছে, প্রতিদিনের মত স্থানীয় বাজারে ব্যবসার কাঁচামাল কিনতে কেন্দুয়া উপজেলা সদরে আসেন সুধাংসু। কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে কেন্দুয়া পৌরসভার সামনে সড়ক পার হওয়ার সময় ঘাতক ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুধাংশু মারা যান। খবর পেয়ে কেন্দুয়া থানার পুলিশ আসলে এলাকাবাসী চালককে তাদের কাছে সোপর্দ করে। ট্রাক ভর্তি ২১ টন রড ছিলো।

এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি মোঃ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকাবাসীর সহায়তায় ট্রাকসহ চালককে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে। লাশ ময়নাদতন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ২৬ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে