আড়াইহাজার উপজেলা প্রশাসনের সরকারি জমি উদ্ধারে অভিযান

নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা প্রশাসন খাসজমি উদ্ধারের জন্য অভিযান চালিয়েছেন। আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এই অভিযান পরিচালনা করা হয় উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা গ্রামে। উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম ও সহকারী কমিশনার ভুমি আরাফাত মোহাম্মদ নোমান অভিযান পরিচালনা করেন।

সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমান বলেন, উপজেলার চৈতনকান্দা বাজার ও আশে-পাশে ৩৬ শতাংশ জমি স্থানীয়রা দীর্ঘ দিন ধরে ভোগ দখল করে আসছিল। এই অভিযান চালানো হয় গোপন খবরের ভিত্তিতে।

তিনি আরও বলেন, চৈতনকান্দা বাজারে মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীনদের আশ্রয়ণ প্রদানের লক্ষ্যে অপদ খলীয় সরকারি জমি উদ্ধারের জন্য এই অভিযান পরিচালনা করা হয়। আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার উপজেলা যেসব এলাকায় সরকারি জমি অবৈধ ভাবে দখল করে রেখেছে তা উদ্ধার করে গৃহহীনদের ঘর দেওয়া হবে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।