পাটকল শ্রমিকদের ধর্মঘট অব্যাহত, খুলনার সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন

বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের ডাকে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলে শ্রমিকদের ধর্মঘট অব্যাহত রয়েছে। 

বুধবার সকালে দ্বিতীয় দিনের মতো ধর্মঘটে নামেন শ্রমিকরা। সকাল ৮ টার দিকে নগরীর নতুন রাস্তা মোড়ে খুলনা-যশোর মহাসড়ক এবং রেলপথ অবরোধ করেন তারা।

এর ফলে রাস্তায় সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। খুলনা থেকে ঢাকা রুটে রুটে চিত্রা এক্সপ্রেস ট্রেন ছেড়ে যায়নি। সারা দেশের সাথে খুলনার ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। 

নতুন রাস্তার মোড়ে পাটকল শ্রমিকরা সমাবেশ করছেন। এছাড়া রেললাইন ও সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন তারা।

রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ পরিষদের আহ্বায়ক সোহরাব হোসেন বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। প্রতিটি পাটকলে আট থেকে নয় সপ্তাহের মজুরি বকেয়া থাকায় শ্রমিকরা না খেয়ে দিন কাটাচ্ছেন।

উল্লেখ্য, খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলে মঙ্গলবার সকাল ছয়টা থেকে ৭২ ঘণ্টার ধর্মঘট শুরু করেন পাটকল শ্রমিকরা।