১ হাজার ৬৪৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি : ২৪ ঘণ্টায়

ডেঙ্গুর এখন জনগনের জন্য আতঙ্কের নাম।ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ হাজার ৬৪৯ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন সরকারি হাসপাতালে ৬০৫ জন, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৩৬৪ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৬৮০ জন ভর্তি হয়েছেন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছর পহেলা জানুয়ারি থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ১৬ হাজার ৪৩ জন। বর্তমানে সারাদেশে বিভিন্ন হাসপাতালে এ জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৬ হাজার ৮৫৮ জন রোগী। পয়লা জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮ জন।

Scroll to Top