ঢাকায় পুলিশের ওপর আবার বোমা হামলা, \’আইএসের\’ দায় স্বীকার

 বাংলাদেশের ঢাকায় পুলিশের ওপর বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট গ্রুপ , জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক জঙ্গি তৎপরতা নজরদারি প্রতিষ্ঠান সাইট ইন্টেলিজেন্স ।

শনিবার রাত সোয়া ৯টার দিকে ঢাকার সায়েন্স ল্যাবরেটরি এলাকায় পুলিশ বক্সের সামনে ওই বোমা হামলায় অন্তত দুইজন পুলিশ সদস্য আহত হয়েছে। তাদের একজন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের প্রটোকলের সদস্য।

হামলার কয়েক ঘণ্টা পরে একটি বার্তায় সাইট ইন্টেলিজেন্স গ্রুপ বলছে, ঢাকায় পুলিশের ওপর ওই বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছে আইএস গ্রুপ। এর আগের হামলা দুইটিরই দায়িত্ব স্বীকার করেছিল এই জঙ্গি গোষ্ঠীটি।

মালিবাগ ও গুলিস্তানে চালানো ওই হামলা দুইটির সঙ্গেও মিল দেখতে পাচ্ছেন পুলিশ কর্মকর্তারা। \’আইএসের\’ দাবি নাকচ করলেও সেসব হামলার পেছনে কারা রয়েছে, তা এখনো বের করতে পারেনি পুলিশ।

আহত দুই পুলিশ সদস্য ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি আছেন ।