উত্তর আন্দামান সাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ

একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে উত্তর আন্দামান সাগরে। এটি আরো ঘণীভূত হতে পারে। আজ সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

এতে বলা হয়েছে, লঘুচাপটি উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ৭২ ঘণ্টায় লঘুচাপের এলাকা আরো বুদ্ধি পেতে পারে।ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্র সামান্য বৃদ্ধি পেতে পারে। রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়ার দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, উত্তর আন্দামান সাগরে লঘুচাপটি আরো ঘণীভূত হতে পারে। এটি বর্তমানে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।

Scroll to Top