\’সারাদেশে প্রায় ৪৯ হাজার ১৬২টি নদী ও খাল বেদখল হয়ে গেছে\’

সারাদেশে প্রায় ৪৯ হাজার ১৬২টি নদী ও খাল বেদখল হয়ে গেছে। গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই তথ্য দেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান। বৈঠক সম্পর্কে সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

কমিটির সভাপতি মেজর (অব) রফিকুল ইসলাম, বীর উত্তমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য শাজাহান খান, রণজিত্ কুমার রায়, এম আবদুল লতিফ, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল ও আছলাম হোসেন সওদাগর অংশ নেন।