বিএনপি রাজপথে নামলে আদালত অবমাননা হবেঃ হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ মন্তব্য করে বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিনের দাবিতে দলটি আদালতের রায়ের বিরুদ্ধে গিয়ে যদি রাজপথে আন্দোলনে নামে তাহলে সেটা আদালত অবমাননার শামিল।,আজ বুধবার বেলা সোয়া ১১টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে মঞ্চের সাজসজ্জা পরিদর্শন করতে গিয়ে তিনি একথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে ড. হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়ার জামিন না হলে বিএনপি আন্দোলন করবে কার বিরুদ্ধে, আদালতের বিরুদ্ধে? জামিন দেওয়ার এখতিয়ারতো আদালতের।

জামিনের এখতিয়ারতো সরকারের না। বিএনপির বক্তব্যে তাদের আইন না মানার বিষয়টি প্রমাণিত হয় মন্তব্য করে তথ্যমন্ত্রী আরও বলেন, আদালতের রায়ের বিরুদ্ধে তারা যদি রাজপথে নামে সেটাতো আদালত অবমাননা হবে। সেক্ষেত্রে আদালত স্বপ্রণোদিত হয়ে কী পদক্ষেপ নেবে সেটাই দেখার বিষয়।

আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে তিনি বলেন, আওয়ামী লীগের সম্মেলন সব সময় শুধু আওয়ামী লীগের ক্ষেত্রেই নয়, দেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সম্মেলনের মাধ্যমে নতুন রক্ত সঞ্চালিত হয়। নতুন নেতৃত্ব তৈরি হয়।