দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০৪১ জন প্রাণঘাতী করোনায় আক্রান্ত

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০৪১ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৮,৮৬৩ জন।

আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইন বুলেটিনে বলা হয়, ৪১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৭,৮৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার জন্য আহবান জানানো হয়।

গতকাল বুধবার পর্যন্ত নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছিলেন ১,১৬২ জন। এর আগের দিন মঙ্গলবার শনাক্ত হয়েছিলেন ৯৬৯ জন আর গত সোমবার শনাক্ত হয়েছিলেন ১,০৩৪ জন। এছাড়া গত রবিবার শনাক্ত হয়েছিলেন ৮৮৭ জন এবং গত শনিবার শনাক্ত হয়েছিলেন ৬৩৬ জন।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।