ছোট ভাইকে শেষ বিদায় দিতে কিশোরগঞ্জ যাবেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি আব্দুল হামিদের ছোট ভাই আবদুল হাইয়ের জানাজা আগামীকাল রবিবার নিজ জেলা কিশোরগঞ্জে অনুষ্ঠিত হবে। এ জানাজায় অংশ নিতে মিঠামইনে যাবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে করোনায় আক্রান্ত হয়ে মারা যান রাষ্ট্রপতির একান্ত সহকারী সচিবের পদে থাকা আব্দুল হাই। তার মরদেহ বর্তমানে সিএমএইচের মরচুয়ারিতে রাখা হয়েছে। আগামীকাল রবিবার স্বাস্থ্যবিধি মেনে জানাজা শেষে কামালপুর গ্রামে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশেই রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হবেন আবদুল হাই।

বঙ্গভবন জানিয়েছে, মহামারিতে রাষ্ট্রপতির এই সফর নিরাপদ করতে ব্যবস্থা নেয়া হয়েছে। গেল বছরের অক্টোবরে নিজ এলাকা মিঠামইনে গিয়েছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

৯ মাস পর রবিবার আবার যাবেন জন্মস্থানে। উল্লেখ্য, ডেপুটি স্পিকার ও স্পিকার থাকা অবস্থায় প্রথম ছোট ভাই মুক্তিযোদ্ধা আবদুল হাইকে নিজের একান্ত সচিব পদে নিয়োগ দেন আব্দুল হামিদ। ১৯৫৩ সালে জন্ম নেয়া নিভৃতচারী আবদুল হাই প্রথম জীবনে শিক্ষকতা করলেও, সংসদ সচিবালয়ে জনসংযোগ বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন দক্ষতার সাথে।