দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২,৪৫৯ জন করোনায় আক্রান্ত

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২,৪৫৯ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। গতকাল শনাক্ত হয়েছিলেন ২,৭০৯ জন। এনিয়ে দেশে মোট শনাক্তের সংখা দাঁড়াল ২,০৪,৫২৫ জন।

আজ রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইন বুলেটিনে বলা হয়, ৮০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১০,৬২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট ১০,২৮,২৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

আপনার সুস্থতা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।