করোনা: দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫০ জনের মৃত্যু, সুস্থ ২০০৬

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৫০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৮৫৬ জন। এবং গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন ২,০০৬ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ১,৮০৫ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ১,১৯,২০৮ জন।

আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য তুলে ধরা হয়। অনলাইনে বুলেটিন পড়েন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫০ জনকে নিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ২ হাজার ৮০১ জনের। গত ২৪ ঘণ্টায় মোট নমুনা পরীক্ষা করা হয় ১২,৩৯৮ জনের। এতে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ২,৮৫৬ জন।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন দুই হাজার ছয় জন। দেশে মোট সুস্থ হয়ে উঠেছেন ১,১৯,২০৮ জন।

বুলেটিনে বলা হয় এই পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষা হয়েছে ১০,৮৯,০০৭ জনের। এতে মোট শনাক্ত হয়েছেন ২,১৬,১১০ জন।