‘শীর্ষ সন্ত্রাসী’ সাইফুল তিনদিনের রিমান্ডে, কারাগারে ২ সহযোগী

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে অস্ত্রসহ গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী সাইফুল ইসলামকে (৪৮) জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (০২ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন।

শনিবার আদালতের সংশ্লিস্ট থানার সাধারণ নিবন্ধন অফিস থেকে জানা যায়, সাইফুলকে আদালতে হাজির করে মোহাম্মদপুর থানায় অস্ত্র আইনে করা মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

অপরদিকে সাইফুলের দুই সহযোগী হানিফ (৩৭) ও মনির হোসেনকে (২৮) মোহাম্মদপুর থানার মাদক আইনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে একই আদালত তাদের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

গত বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে র‌্যাব-২ এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন মোহাম্মদীয়া হাউজিংয়ের ৪নং সড়কের একটি বাসা থেকে তাদের গ্রেফতার করে। এ সময় একটি ওয়ান শুটার গান ও ৬৪ পিস ইয়াবা জব্দ করা হয়।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন জানান, গ্রেফতার সাইফুল ইসলাম এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক কারবারি।

সাইফুল ইসলাম নিজে ‘এসআই এন্টারপ্রাইজ’ নামে একটি কনস্ট্রাকশন হাউজ খুলে প্রতিষ্ঠানের আড়ালে সহযোগীদের নিয়ে ভূমি দখল, মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ সন্ত্রাসী কার্যক্রম করে আসছিলেন।

Scroll to Top