বাজারে সুস্থ প্রতিযোগিতা না হলে ভোক্তা ক্ষতিগ্রস্ত হনঃ মফিজুল ইসলাম

প্রতিযোগিতা হচ্ছে একটি সুস্থ বাজারের অন্যতম প্রধান উপাদান। বাজারে সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত করতে কঠোর হচ্ছে প্রতিযোগিতা কমিশন। গতকাল রবিবার ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবির) সাংবাদিকদের জন্য আয়োজিত এক কর্মশালায় এ কথা বলেন প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মফিজুল ইসলাম।

তিনি বলেন, ‘বাজারে সুস্থ প্রতিযোগিতা না হলে ভোক্তা ক্ষতিগ্রস্ত হন। ভোক্তাকে কিছুতেই ক্ষতিগ্রস্ত করা যাবে না।’ রাজধানীর ইস্কাটনে কমিশনের মিলনায়তনে আয়োজিত কর্মশালায় তিনি আরো বলেন, ‘বাজার হচ্ছে একটা খেলার মাঠ। তবে এখানে খেলোয়াড় হচ্ছে উৎপাদনকারী, ব্যবসায়ী এবং ভোক্তা। সরকার বাজারে রেফারির দায়িত্ব পালন করে থাকে।’

বাজারে অসুস্থ প্রতিযোগিতা হলে প্রতিযোগিতা কমিশন আইন প্রয়োগ করছে উল্লেখ করে তিনি বলেন, সু্স্থ প্রতিযোগিতা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। কর্মশালার উদ্বোধন করেন বাণিজ্যসচিব ড. মোহাম্মদ জাফর উদ্দিন। কর্মশালায় বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন প্রতিযোগিতা কমিশনের সদস্য জিএম সালেহউদ্দিন ও আব্দুর রউফ।