নগর প্রশাসন উন্নয়নে একে অপরকে সহযোগিতা করবে বাংলাদেশ-ভারত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন যে, বাংলাদেশ-ভারত একে অপরের মধ্যে নগর প্রশাসন উন্নয়নে সহযোগিতা করবে।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামীর এক বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে নগর প্রশাসনের সেরা অনুশীলনগুলি ভাগ করে নেওয়া সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে সাক্ষাতে।

ভারতীয় হাইকমিশন জানায়, ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। তারা দুই দেশের নগর প্রশাসনের সেরা অনুশীলনগুলি ভাগ করে নেওয়ার সম্ভাবনা ও সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

এর আগে মঙ্গলবার সকালে ঢাকায় ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।