‘রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি বরদাস্ত করা হবে না’

রোহিঙ্গাদের সহযোগিতার নামে কেউ রাজনীতি করলে তা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেছেন,‘কেউ সহযোগিতা করতে চাইলে আমরা নিষেধ করবো না।কিন্তু রোহিঙ্গাদের নিয়ে কেউ রাজনীতির চেষ্টা করলে বরদাস্ত করা হবে না’

শুক্রবার (১৩ অক্টোবর) ওসমানী স্মৃতি মিলনায়তনে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বলেন, ‘মানবিক কারণে আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি। তাদের থাকা-খাওয়ার সব ব্যবস্থা করেছি। তবে মিয়ানমারকে অবশ্যই সব রোহিঙ্গা ফিরিয়ে নিতে হবে।’

মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের জন্য এ মাসের মধ্যেই অস্থায়ী আবাসনের ব্যবস্থা সম্পন্ন হবে বলে জানিয়ে মায়া বলেন, ‘মিয়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে আসা রোহিঙ্গাদের অস্থায়ীভাবে থাকার জন্য এরইমধ্যে এক লাখ ঘর তৈরি হয়েছে। এখন পর্যন্ত যতো রোহিঙ্গা এসেছে তাদের অস্থায়ীভাবে থাকার জন্য সোয়া লাখ ঘর প্রয়োজন। এ মাসের মধ্যেই আমরা তাদের থাকার ঘর তৈরির কাজ সম্পন্ন করতে সক্ষম হবো।’

বাংলাদেশ দুর্যোগ মোকাবিলায় বিশ্বে রোল মডেল উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এ বছর ৪ মাসে ৫টি দুর্যোগ আমাদের মোকাবিলা করতে হয়েছে।’ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব শাহ কামালের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, ফায়ার সার্ভিসের মহাপরিচালক আলী আহমদ খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ১৩ অক্টোবর  ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/কেএসপি