আজ বিশ্ব হাত ধোয়া দিবস

প্রতিদিন সাবান দিয়ে হাত ধোয়া অভ্যাসে পরিণত করতে এ দিনটি সারাবিশ্বের মানুষকে অনুপ্রাণিত ও সংগঠিত করতে পালিত হয় ‘বিশ্ব হাত ধোয়া দিবস’। তাই বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ রবিবার নানা উদযাপনে দিবসটি পালন করা হবে।

দিবসটি পালনে বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কার্যক্রমের অংশ হিসেবে দিবসটি উপলক্ষে ‘লার্জেস্ট হিউম্যান ইমেজ অফ এ হ্যান্ড’ তৈরি করার মাধ্যমে গিনেজ ওয়ার্ল্ড- এ নাম লেখাতে চলছে হেলথ সোপ ব্র্যান্ড লাইফবয়। হাত ধোয়ার মতো একটি জীবনরক্ষাকারী অভ্যাস শেখাতে এবং এই বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে লাইফবয়-এর সাথে এই উদ্যোগে অংশ নেয় ১১ হাজারের বেশি স্কুল শিক্ষার্থী। গতকাল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ মাঠে এসব শিক্ষার্থীরা লাইফবয় ব্র্যান্ডের টি-শার্ট এবং ক্যাপ পরে লাইফবয় টিম এর সহযোগিতায় এ কার্যক্রমে অংশগ্রহণ করে।

নানা রোগবালাই প্রতিরোধে সাবান দিয়ে হাত ধোয়া যে জরুরি, মানুষের মাঝে সে সচেতনতাও জাগ্রত করে দিবসটি। বিশেষজ্ঞদের মতে, সঠিকভাবে হাত ধুতে পারলে ২০ ধরনের সংক্রমণ থেকে মুক্তি পাওয়া সম্ভব।

বাংলাদেশ সময় : ১২০০ ঘণ্টা, ১৫ অক্টোবর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ

Scroll to Top