ব্লু হোয়েল গেম বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

বিশ্বব্যাপী আলোচিত স্যুইসাইড গেম ব্লু হোয়েল বাংলাদেশে বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন তিন আইনজীবী। আজ সকালে আত্মহত্যার প্ররোচনা রয়েছে- এমন অভিযোগ এনে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়।

তিন আইনজীবীর পক্ষে রিটটি দায়ের করেছেন অ্যাডভোকেট হুমায়ুন কবীর পল্লব।
হাইকোর্টের একটি দ্বেত বৈঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হতে পারে। তবে কবে শুনানি অনুষ্ঠিত হবে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

রিট আবেদনের পক্ষের আইনজীবী হুমায়ূন কবির পল্লব বলেন, ব্লু হোয়েল গেমসহ মোবাইল অপারেটরদের রাত্রিকালীন বিশেষ ইন্টারনেট অফার বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে। বাংলাদেশে ব্লু হোয়েলের সকল লিঙ্ক ব্লক করে দেওয়ারও আরজি জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, ১৫ অক্টোবর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/নীল