অনলাইনেই মিলবে জাতীয় পরিচয় পত্র, হতে পারবেন ভোটারও

এখন অনলাইনে বসেই জাতীয় পরিচয়পত্রের যাবতীয় কাজ সম্পন্ন করা যায়। জাতীয় পরিচয়পত্র সংশোধন, নতুন ভোটার হিসেবে নিবন্ধন আবেদন, হারিয়ে যাওয়া বা নষ্ট হওয়া পরিচয়পত্র নতুন করে তোলা, ছবি বা স্বাক্ষর পরিবর্তনের আবেদন সবকিছুই এখন সম্ভব ক্লিকেই। কিন্তু বিষয়টি অনেকের না জানার কারণে জাতীয় পরিচয় পত্রের যাবতীয় কাজ করতে গিয়ে পড়তে হয় জটিলতায়।

কিন্তু আপনি চাইলে নির্বাচন কমিশনের services.nidw.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে এখন ঘরে বসেই সবকিছু করতে পারবেন খুব সহজেই। পাশাপাশি বিদ্যমান প্রক্রিয়াও অব্যাহত রয়েছে।

services.nidw.gov.bd সাইটে যে সব সেবা পাওয়া যায়:
১. নতুন ভোটার হিসেবে নিবন্ধন আবেদন
২. নিবন্ধনের মাধ্যমে নিজের হিসাব খোলা
৩. নিজস্ব তথ্য ও ভোটার কেন্দ্রের তথ্য
৪. তথ্য পরিবর্তন, সংশোধন ও হালনাগাদ
৫. ছবি পরিবর্তন
৬. হারিয়ে যাওয়া বা নষ্ট হওয়া জাতীয় পরিচয়পত্র

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, ১৫ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম