রাজধানীর মালিবাগে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানী ঢাকার শাহজাহানপুর থানার অন্তর্গত এলাকা মালিবাগের রেলগেট পুলিশ বক্সের সামনে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে প্রাথমিকভাবে বাসটিতে আগুন লাগার কারণ জানা যায়নি।

আজ শনিবার (২৭ মার্চ) দুপুরের দিকে তুরাগ পরিবহনের ওই বাসটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় পুলিশ সদস্যরা দ্রুত পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন।

আগুন লাগার পর যাত্রীরা বাসের জানালার গ্লাস ভেঙে নেমে যান। আতঙ্কিত হয়ে লাফিয়ে নামতে গিয়ে কয়েকজন আঘাত পেয়েছেন। তবে কেউ গুরুতর আহত হননি।

ডিএমপির হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল আলিম জানান, শনিবার দুপুর ১২টার দিকে উত্তরাগামী তুরাগ পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় স্থানীয়দের নিয়ে পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে।

অনেকে আতঙ্কে গাড়ির জানালা ভেঙে লাফিয়ে নামতে গিয়ে সামান্য আঘাত পেয়েছেন। তবে কেউ গুরুতর আহত হননি। এটা নাশকতা না দুর্ঘটনা তা জানার চেষ্টা চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।