সংসদ ভবনে সাংবাদিকদের উপস্থিতি ছাড়াই এবারের বাজেট অধিবেশন

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে এবারের বাজেট অধিবেশনও সাংবাদিকরা সংসদ ভবনে গিয়ে কাভার করতে পারবেন না। আগামী ২ জুন (বুধবার) বিকেল ৫টায় সংসদের এ অধিবেশন শুরু হবে।

এর পর দিন ৩ জুন বাজেট পেস করা হবে। মঙ্গলবার (২৫ মে) সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সাম্প্রতিক করোনা ভাইরাসের (কোভিড ১৯) সংক্রমণ প্রতিরোধে জনস্বার্থে বাজেট অধিবেশনের সব কার্যক্রম ‘সংসদ বাংলাদেশ টেলিভিশন’ এ সরাসরি সম্প্রচারিত অধিবেশন থেকে কাভার করার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানানো হচ্ছে। করোনা পরিস্থিতিতে বাজেট অধিবেশনকালীন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের পাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

৩ জুন ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পরপরই সংসদ ভবনস্থ সুভিনির কক্ষ (টানেলের অভ্যন্তরে পূর্ব পাশে) থেকে সুশৃঙ্খলভাবে শারীরিক দূরত্ব বজায় রেখে ‘বাজেট ডকুমেন্টস’ বিতরণ করা হবে। অ্যাক্রিডিটেশন কার্ড দেখিয়ে সংসদ চত্বরে প্রবেশ করে বাজেট ডকুমেন্টস নেওয়া যাবে।

প্রত্যেক গণমাধ্যম থেকে একজনের বেশি সদস্য না পাঠানোর জন্য প্রেস বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়।

Scroll to Top