তিনদিন পর ধ্বংসস্তূপে মিললো নিরাপত্তাকর্মীর মরদেহ

রাজধানী ঢাকার মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে তিনদিন পর ভবনের নিরাপত্তাকর্মী হারুনুর রশিদের (৭০) মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

আজ মঙ্গলবার (২৯ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে মরদেহ উদ্ধারে কাজ শুরু করেন তারা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক (অপারেশন্স অ্যান্ড মেইনটেন্যান্স) দেবাশীষ বর্ধন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ভবনের ভেতরে ধ্বংসস্তূপ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা মো. রায়হান বলেন, উদ্ধারের পর নিহত হারুনুর রশিদের মরদেহটি রমনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

তিনি জানান, ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (অপারেশনন্স ও মেইনটেন্যান্স) দেবাশীষ বর্ধনের নেতৃত্বে একটি টিম এই মরদেহটি উদ্ধার করে।

এর আগে রোববার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে।