কঠোর লকডাউনঃ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব প্রশিক্ষণ কোর্স স্থগিত

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের বর্ধিত গতির কারণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন পরিচালিত চলমান এবং আসন্ন সব প্রশিক্ষণ কোর্স স্থগিত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রণালয়ের আওতাধীন প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহে চলমান এবং আসন্ন সব প্রশিক্ষণ কোর্স পুনরাদেশ না দেয়া পর্যন্ত অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।

বর্ণিত প্রশিক্ষণ কোর্সসমূহের পরিবর্তিত সময়সূচি যথাসময়ে অবহিত করা হবে।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ২৮ জুন থেকে সারাদেশে সীমিত পরিসরে লকডাউন শুরু হয়। আর ১ জুলাই থেকে শুরু হবে কঠোর লকডাউন।