রমজান মাসে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পবিত্র রমজান মাসে অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। রোজার মাসে সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে।

গতকাল সোমবার (২৮ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে রমজানের জন্য অফিসের এই সময়সূচি অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী ভার্চুয়ালি তার সরকারি বাসভবন গণভবন থেকে অনুষ্ঠানে যুক্ত হন। বৈঠক শেষে সাংবাদিকদের মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, রোজার সময় অফিস সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত চলবে। মাঝে জোহরের নামাজের জন্য ১৫ মিনিট বিরতি থাকবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

এপ্রিল মাসের শুরুতে চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র রমজান শুরু হবে।