বিনামূল্যে ২০ হাজার কোটি টাকার ভ্যাকসিন পেয়েছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, পৃথিবীর মধ্যে যত দেশ বিনামূল্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে করোনার ভ্যাকসিন পেয়েছেন তার মধ্য বাংলাদেশ আছে ১ নাম্বারে। তারা দেখেছে বাংলাদেশ ভ্যাকসিন দিতে পারে, সে সক্ষমতা আছে। ভ্যাকসিন নষ্ট করেনাই, ভ্যাকসিনকে সঠিক ভাবে ব্যবহার করা হয়েছে। সে জন্য বাংলাদেশকে সব চাইতে বেশি ভ্যাকসিন দিয়েছে যার মূল্য ২০ হাজার কোটি টাকারও বেশি হবে। সেটা আমরা বিনামূল্যে পেয়েছি।

গতকাল বুধবার (৪ মে) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার সুভ্র সেন্টারে জেলা বাসির সথে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, করোনা যাদু-মন্ত্রে যায় নাই। পরিশ্রম করতে হয়েছে। প্রধান মন্ত্রী আমাদের সর্বক্ষণিক দিক নির্দেশনা দিয়ে সহযোগিতা করেছেন। প্রতিদিনই ফোন করে কথা বলেন। ঈদের দিনও কথা বলেছেন। তার নির্দেশনা আমরা নিয়ে থাকি। চেষ্টা করেছি আমরা করোনা নিয়ন্ত্রণ করার জন্য। করোনা নিয়ন্ত্রণে শুধু আমরা চেষ্টা করি নাই, বিশ্বে করোনা নিয়ন্ত্রণের সফল অন্যতম রাষ্ট্র বাংলাদেশ।

মন্ত্রী বলেন, আমাদের টার্গেটের ৯৮% লোককে আমরা ভ্যাকসিন দিতে পেরেছি। দেশের ১৭কোটি মানুষের মধ্যেও ৭৫% লোককে টিকা দেওয়া হয়েছে। সে কারণে আজ আমাদের দেশ ভালো আছে। করোনা নিয়ন্ত্রণে আছে বলেই আজ দেশের মানুষ আত্মীয় স্বজনদের সাথে বাসে ট্রেনে লঞ্চে স্বাচ্ছন্দে ঈদ করতে বাড়ি যেতে পেরেছেন। ঈদের মাঠে সবাই মিলে একসাথে নামাজ পড়তে পেরেছে। আত্মীয়-স্বজনদের বাড়ি বেড়াতে পারছেন।

এ সময় জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম, পৌর মেয়র মো. রমজান আলীসহ আওয়ামী-লীগের নেতাকর্মীবৃন্দ ও সাধারণ মানুষ মন্ত্রীর সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে আসেন।

Scroll to Top