মালয়েশিয়া ২ লাখের বেশি কর্মী নিবে বাংলাদেশ থেকে

দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে মালয়েশিয়া শ্রমবাজার আবারও চালু হচ্ছে। ১ বছরে বাংলাদেশ থেকে দেশটিতে ২ লাখের বেশি কর্মী নেওয়া হবে বলে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক মন্ত্রী ইমরান আহমদ জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার (২ জুন) এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান। তিনি আরও জানান, দেশটিতে নতুন যাওয়া শ্রমিকদের বেতন হবে ১৫০০ মালয়েশিয়ান রিঙ্গিত। মেডিকেল কবে থেকে হবে এবং কতো টাকা খরচ হবে তা আগামী সপ্তাহে জানা যাবে বলেও জানান মন্ত্রী।

এর আগে বেলা ১১টা থেকে কীভাবে কোন পদ্ধতিতে কর্মী পাঠানো হবে, তা নির্ধারণে ঢাকায় অনুষ্ঠিত হয় দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের (জেডব্লিউজি) বৈঠক।

এদিকে মালয়েশিয়ার মন্ত্রী জানিয়েছেন, রিক্রুটিং এজেন্সির সংখ্যা নির্ধারণ করবে তারা। এই সিদ্ধান্ত নেবে মালয়েশিয়ার মন্ত্রিপরিষদ।

Scroll to Top