রাষ্ট্রীয় সফর শেষে দেশের উদ্দেশে ব্রুনাই সুলতানের ঢাকা ত্যাগ

তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদ্দৌলাহ দেশের উদ্দেশে রওনা দিয়েছেন।

আজ সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা ২৫ মিনিটে ব্রুনাইয়ের সুলতানকে বহনকারী বিশেষ বিমান উড্ডয়ন করেছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সুলতানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান।

এর আগে, শনিবার (১৫ অক্টোবর) দুপুর আড়াইটায় একটি বিশেষ বিমানে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে প্রথমবারের মতো বাংলাদেশে আসেন তিনি।

এই সফরে গতকাল রোববার (১৬ অক্টোবর) বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে একটি চুক্তি ও তিনটি সমঝোতা স্মারক সই হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।

এদিন দুপুরে প্রতিনিধি দল নিয়ে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান সুলতান হাসানাল বলকিয়াহ। কার্যালয়ের ফটকে তাদের শুভেচ্ছা বিনিময় শেষে শুরু হয় দুই সরকার প্রধানের শীর্ষ পর্যায়ের বৈঠক। তাতে উঠে আসে আন্তর্জাতিক অঙ্গনের নানা বিষয়ের পাশাপাশি দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু।