উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, অল্পের জন্য রক্ষা পেল ৬৬ যাত্রী

চাকা খুলে পড়ে যাওয়া ঢাকা-সৈয়দপুর রুটের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট নিরাপদে অবতরণ করেছে। বুধবার (২৫ অক্টোবর) সকাল ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। এতে পাইলটের দক্ষতায় রক্ষা পেয়েছেন ৬৬ জন যাত্রী। বিমানটিতে পাইলট ও ক্রুসহ ছিলেন ৭১ জন।

এর আগে সকাল ৯টায় সৈয়দপুর বিমানবন্দরের রানওয়ে থেকে উড্ডয়নের সময় বিমানটির একটি চাকা খুলে পড়ে যায়। পরে কন্ট্রোল টাওয়ার থেকে খবর পেয়ে পাইলট দক্ষতার সঙ্গে বিমানটি ঢাকায় অবতরণ করান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বিষয়টি নিশ্চিত করে জানান, সৈয়দপুর থেকে উড্ডয়নের সময় উড়োজাহাজের পেছনের চাকাটি খুলে পাশের খাদে পড়ে যায়। এসময় সৈয়দপুর থেকে ঢাকায় বিষয়টি জানানো হয়। সেই অনুযায়ী এখানে প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল। যাতে দুর্ঘটনা হলে মোকাবেলা করা যায়। তবে বিমানটি নিরাপদেই অবতরণ করে।

বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ২৫ অক্টোবর   ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এস

Scroll to Top