ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার যানজট

অতিরিক্ত গাড়ির চাপে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শুক্রবার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। মহাসড়কে বাড়তি গাড়ির চাপ থাকার পাশাপাশি সেতুতে ধীরগতিতে টোল আদায়ের কারণে যানবাহন চলাচলে গতি কমে যাওয়ায় বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে শুরু হওয়া যানজট শুক্রবার সকাল ১০টা নাগাদ তীব্র আকার ধারণ করে। কাঁচপুর থেকে মেঘনা সেতু হয়ে বাউশিয়া পর্যন্ত মহাসড়কের প্রায় ১২ কিলোমিটারজুড়ে যানজট ছড়িয়ে পড়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. কাইয়ুম আলী শিকদার জানান, শুক্রবার ছুটির দিন থাকায় মহাসড়কে বাড়তি গাড়ির চাপ ছিল। এছাড়া মেঘনা টোল প্লাজায় টোল আদায়ে ধীর গতির কারণে যানজটের তীব্রতা বাড়তে থাকে। তিনি জানান, বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে যানজট শুরু হতে থাকে, যা সকাল ১০টা নাগাদ কাঁচপুর থেকে গজারিয়া উপজেলার বাউশিয়া পর্যন্ত বিস্তৃত হয়।

সরেজমিনে শুক্রবার সকাল ১০টার দিকে মহাসড়কের টিপুরদী এলাকায় গিয়ে দেখা যায়, মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। গাড়ির চালকরা ইঞ্জিন বন্ধ রেখে বসে আছেন চালকরা। মাঝে মধ্যে থেমে থেকে গাড়ি চললেও কিছুক্ষণ গিয়ে ইঞ্জিন বন্ধ করে চালকদের বসে থাকতে দেখা যায়।

ঢাকা থেকে চট্টগ্রামগামী ইকোনো পরিবহনের যাত্রী আনোয়ার হোসেন, তোফাজ্জল হোসেন ও রহমত উল্লাহ জানান, ঢাকা থেকে ছেড়ে এসে মহাসড়কের কাঁচপুর ব্রিজ পাড় হয়ে যানজটের কবলে পড়েন তারা। সকাল ৯টার দিকে তারা কাঁচপুরে ছিলেন। এক ঘণ্টায় এগোতে পেরেছেন ১০ মিনিটের পথ। তাদের মতে, সড়কে গাড়ির ধীরগতির কারণেই যানজটের সৃষ্টি হয়েছে।

আল্লাহর দান পরিবহনের যাত্রী আসিকুর রহমান ও ফাতেমা দম্পতি বলেন, \’তীব্র যানজটে দীর্ঘক্ষণ বাসে বসে থেকে কোমর ব্যথা হয়ে গেছে। কাঁচপুর থেকে দাউদকান্দি পর্যন্ত সাধারণ এক ঘণ্টা সময় লাগে। দুই ঘণ্টা হাটলে হয়তো গৌন্তব্যে পৌঁছাতে পারতাম। যানজটের কবলে দীর্ঘ এক ঘণ্টা বাসে বসে থেকে মাত্র ৩ কিলোমিটার পথ এগিয়ে আসলাম।\’

তিশা পরিবহনের বাস চালক আব্দুর রশিদের মতে, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে মহাসড়কে যাত্রীবাহী গাড়ি ছাড়াও পণ্যবাহী গাড়ির চাপ এবং মেঘনা টোল প্লাজায় ধীরগতিতে টোল আদায়ের কারণে কাঁচপুর থেকে যানজট দীর্ঘ হতে থাকে। ফলে মহাসড়কে যানজট তীব্র আকার ধারণ করে।

সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম পিপিএম জানান, মহাসড়কে গাড়ির অতিরিক্ত চাপ থাকার কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। এ যানজটের প্রভাব শাখা পথগুলোতে এসে পড়েছে। যানজট নিরসনের হাইওয়ে পুলিশের পাশাপাশি সোনারগাঁ থানা পুলিশ কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ২৭ অক্টোবর    ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এস পি