‘মিয়ানমারের আশ্বাসে আস্থা রাখছে না বাংলাদেশ’

দ্বিপাক্ষিক আলোচনায় মিয়ানমারের কোনো আশ্বাসে বাংলাদেশ আস্থা রাখছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব শহিদুল হক। আজ দুপুরে দৈনিক যুগান্তর আয়োজিত এক গোলটেবিল বৈঠকে পররাষ্ট্র সচিব আরও জানান, বাংলাদেশের এ মনোভাব আন্তর্জাতিক সম্প্রদায়কে অবহিত করা হয়েছে।

যুগান্তর কার্যালয়ে অনুষ্ঠিত “রোহিঙ্গা সংকট: ঝুঁকিতে বাংলাদেশ” গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে বিশিষ্ট ব্যক্তিরা রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের করণীয় সম্পর্কে তাদের মত তুলে ধরেন।

তিনি বলেন, আমরা তাদের জানিয়েছি, মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় কি ফলাফল আসবে তা নিশ্চিত নই। তাদের সঙ্গে আলোচনার ফলাফলে আমরা আস্থা রাখি না। রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাই আমরা।

মিয়ানমারের আলোচনার ফাঁদে পা দেয়া প্রসঙ্গে বলেন, অনেকে বলেন আমরা যেনো মিয়ানমারের দ্বিপাক্ষিক আলোচনার ফাঁদে পা না দেই। আমি বলতে চাই, আমরা জেনে বুঝেই মিয়ানমারের সঙ্গে আলোচনা করছি। আর এ কারণেই আন্তর্জাতিক সম্প্রদায় সোচ্চার হয়েছে। নিরাপত্তা পরিষদে রোহিঙ্গা নিয়ে পুনরায় আলোচনা হয়।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, ২৮ অক্টোবর    ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এস পি

Scroll to Top