শ্রিংলাও বললেন ‘বাংলাদেশই সবার আগে’

সম্প্রতি বাংলাদেশ সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছিলেন, ‘প্রতিবেশী আগে, কিন্তু বাংলাদেশ সবার আগে।\’ ঠিক তার সুরে সুর মিলিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাও বলেছেন, \’ভারতের প্রতিবেশী নীতিতে এখন বাংলাদেশই সবার আগে।

\’বৃহস্পতিবার রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী ভারতীয় ইঞ্জিনিয়ারিং প্রদর্শনী \’ইন্ডি বাংলাদেশ\’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
.
এসময় প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

এসময় শ্রিংলা বলেন, ভারত তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে একসঙ্গে কাজ করতে চায়। ভারত প্রতিবেশী নীতিকে গুরুত্ব দিচ্ছে।
তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ভারতের বৃহত্তম বাণিজ্যের অংশীদার। বাণিজ্যের পরিমাণ প্রতিনিয়ত বাড়ছে। এর সঙ্গে পারস্পরিক বিনিয়োগও বাড়ছে।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ০২ নভেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ