মিয়ানমার পরিস্থিতি \’পর্যবেক্ষণ করছে বাংলাদেশ\’

মিয়ানমারের চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। আর রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন শুরু করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত রোববার (৩ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিকল্প মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ কথা জানান। তিনি বলেন, “রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের জন্য বর্তমানে বাংলাদেশ, মিয়ানমার ও চীনের ত্রিপক্ষীয় উদ্যোগ চলছে।”

মিয়ানমারের পরিস্থিতির উন্নতি হলে, শিগগিরই জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের রাখাইনে প্রত্যাবাসন শুরু হবে বলে সাপ্তাহিক ব্রিফিংয়ে জানান মোহাম্মদ রফিকুল আলম।

মোহাম্মদ রফিকুল আলম বলেন, মিয়ানমারে চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। পরিস্থিতির উন্নতি হলে, দ্রুত সময়ে রাখাইনে রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু হবে বলে আশা করা যায়।

তিনি জানান, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের নিরাপদ, মর্যাদাপূর্ণ, টেকসই এবং স্বেচ্ছায় প্রত্যাবাসন শুরুর জন্য রাখাইনে প্রত্যাবাসনের পর রোহিঙ্গারা কি কি সুযোগ-সুবিধা পাবেন সে বিষয়ে তাদের ধারণা দেওয়া হয়েছে।

Scroll to Top