প্রতিবারের মতো এবারও সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারাভিযান শুরু করবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এ লক্ষ্যে আগামীকাল বুধবার সিলেট যাচ্ছেন তিনি। তার এ সফরকে ঘিরে সিলেটে দেখা দিয়েছে চাঞ্চল্য। নেতাকর্মীরা প্রত্যাশা করছেন, এ সফরে নির্বাচনের সময় দেশজুড়ে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে নানা নির্দেশনা দেবেন তিনি।
আগামীকাল সিলেট পৌঁছে হজরত শাহজালাল (রহ.) এবং হজরত শাহপরাণের (রহ.) মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিকালে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারাভিযান শুরু করবেন আওয়ামী লীগ সভাপতি।
স্থানীয় আলিয়া মাদ্রাসা মাঠে চলছে নির্বাচনী সভার মঞ্চ তৈরীর কাজ। দফায় দফায় তা পরিদর্শন করছেন স্থানীয় এবং কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতারা। মঞ্চ পরিদর্শনে এসে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, সিলেট থেকেই নির্বাচনী উৎসবের জোয়ার সারা দেশে ছড়িয়ে দেবেন নেতাকর্মীরা।
এসময় নির্বাচন বানচালে বিএনপির অপচেষ্টা জনগণ প্রতিহত করবে জানিয়ে নানক বলেন, বিএনপি-জামায়াতের হরতাল, অবরোধ প্রত্যাখ্যান করে দেশ এখন নির্বাচন নিয়ে উৎসবমুখর। ভোটের মাধ্যমেই বিএনপি জামাতের নাশকতার জবাব দেবে জনগণ।