সিলেটে মাজার জিয়ারত করলেন শেখ হাসিনা

সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (২০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মাজার জিয়ারত করেন।

এরপর শেখ হাসিনা হজরত শাহ পরানের (রা.) মাজার জিয়ারত করবেন। হজরত শাহজালালের (র.) মাজারে নারীদের জন্য নির্ধারিত স্থানে শেখ হাসিনা বেশ কিছুক্ষণ অবস্থান করেন। সেখানে তিনি পবিত্র কোরআন তেলাওয়াত করেন এবং বিশেষ মোনাজাত করেন। এ সময় শেখ হাসিনার সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। আওয়ামী লীগ সভাপতির সঙ্গে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নারী নেত্রীরাও উপস্থিত ছিলেন।

পুরুষদের জন্য আলাদা স্থানে থেকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির কেন্দ্রীয় এবং সিলেটের নেতারা হজরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করেন। বিকেলে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন আওয়ামী লীগ প্রধান এবং ওই জনসভা থেকেই আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা শুরু করবেন।

এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বেলা সাড়ে ১১টার দিকে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ তার সফরসঙ্গীরা।

 

Scroll to Top