আমার ঘরের দরজা সবসময়ই খোলা: ভূমিমন্ত্রী

চট্টগ্রাম-১৩ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, সংবিধান অনুযায়ী ৫ বছর পরপর নির্বাচন হতে হয়। নির্বাচন যদি না হয়, দেশে জটিলতা দেখা যেতে পারে। বিএনপি যদি নির্বাচনে থাকতে তাহলে ভালো লাগতো। তারা নির্বাচনের ট্রেনে উঠতে আগ্রহী নয়। তারা নির্বাচনে না এসে আন্দোলনের নামে ধ্বংসাত্বক কাজে লিপ্ত হয়েছে।

আজ শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার আইয়ূব বিবি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের আয়োজিত নির্বাচনী প্রচার-প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, \’যে কোনো মুহুর্তে, যখন ইচ্ছে তখনই আমাকে কাছে পেয়েছেন। আমি কখনও আমার দল বা অন্য দলের লোকজনকে অশান্তিতে রাখিনি। কোনো অন্যায়কারীকে আশ্রয় দেইনি কখনও। আপনাদের জন্য সবসময় আমার ঘরের দরজা খোলা ছিলো, এখনও আছে। যেকোন বিপদে আপদে আপনাদের পাশে ছিলাম, আগামীতেও থাকব।\’

ভূমিমন্ত্রী আরও বলেন, \’সংবিধান মতে নির্বাচন না হলে তৃতীয় শক্তির উদ্ভব হবে। বিএনপি ভোটের ভয়ে নির্বাচনে আসেনি, তারা জানে জনগণ তাদের সাথে নেই, বিগত সময়ে ক্ষমতায় থেকে বিএনপি লুটপাট করেছে। আওয়ামীলীগ যে উন্নয়ন করেছে তার মূল্যায়ন করবে জনগণ। আমি বিগত সময়ে কি করেছি, তা আপনারা জানেন, আমি কখনো কোন দলের লোকজনকে অশান্তিতে রাখিনি, আমার ঘরের দরজা সবসময় সবার জন্য খোলা ছিল, এখনও আছে। আনোয়ারা-কর্ণফুলীর মানুষের জন্য আমার কাছে দলীয় পরিচয় ছিল না। আপনারাই আমার আপনজন।\’

তিনি বলেন, \’তারেক জিয়া লন্ডন থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেয়। পলাতক ব্যক্তি আন্দোলন করবে কি ভাবে। বিদ্যুৎ বিল গ্যাস বিল না দিলে সংযোগ কেটে দেবে তখন তারেক জিয়া কি করবে। ট্রেনে আগুন দিয়ে আন্দোলন করছে নাকি মানুষ মারছে তার আপনারা বিচার করবেন। দ্রব্য মূল্যের দাম বেড়েছে এটা সারাবিশ্বে করোনা মহামারি ও ইউক্রেন যদ্ধের কারণে। এটা স্বাভাবিক হয়ে যাবে ইনশা আল্লাহ্। আমরা আগামীতে ক্ষমতায় গেলে চেষ্টা করব দ্রব্য মূল্যের দাম কমাতে। সরকার মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা, গৃহহীনদের ঘর, সব কিছুই দিয়েছে, এখন আপনার সরকারকে আপনারাই কি করবে তা দেখব।\’

বটতলী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হানিফের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী, জেলা পরিষদ সদস্য এসএম আলমগীর চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, আওয়ামীলীগের উদেষ্টা মহিউদ্দিন আহমেদ টিপু, সাংগঠনিক সম্পাদক এম.এ মালেক, গিয়াস উদ্দিন, উপজেলা যুবলীগের সদস্য রাশেদ রিভেল, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা রবিউল হায়দার, উপজেলা ছাত্রলীগ নেতা আলী আজগরসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Scroll to Top