কানাডা সরকারের পক্ষ থেকে কোন পর্যবেক্ষক আসেনি: দূতাবাস

দ্বাদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করে কানাডার আইনপ্রণেতা যে বক্তব্য দিয়েছেন, তার সঙ্গে সরকারের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে ঢাকায় দেশটির হাই কমিশন।

আজ সোমবার হাই কমিশনের এক বিবৃতিতে বলেছে, “বাংলাদেশে ৭ জানুয়ারি ২০২৪ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে কানাডা সরকার কোনো নির্বাচণ পর্যবেক্ষক প্রেরণ করেনি।

বাংলাদেশের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে কানাডা সরকারের পক্ষ থেকে কোনো পর্যবেক্ষক পাঠানো হয়নি। এ নির্বাচন পর্যবেক্ষণে আসা কানাডার নাগরিকদের মতামতের সঙ্গে কানাডা সরকারের সংশ্লিষ্টতা নেই।

Scroll to Top