আজ প্রথম অফিস করছেন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

সরকার গঠনের পর আজ রবিবার (১৪ জানুয়ারি) থেকেই কার্যক্রম শুরু করতে যাচ্ছেন নতুন মন্ত্রিসভার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। আজ সকাল থেকে তারা তাদের নিজ নিজ মন্ত্রণালয় বা দপ্তরে বসেন।

মন্ত্রিসভার নতুন সদস্যদের বরণে সব রকমের প্রস্তুতি শেষ করেছে স্ব স্ব মন্ত্রণালয়। সব মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নেমপ্লেট পরিবর্তন করা হয়েছে। সকাল ৯টার কিছু পর একে একে মন্ত্রীরা সচিবালয়ে এসে উপস্থিত হতে থাকেন।

গত বৃহস্পতিবার বঙ্গভবনে ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী শপথ নেন। তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরদিন শুক্রবার নবনিযুক্ত মন্ত্রীদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Scroll to Top