দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর আওয়ামী লীগের প্রথম যৌথসভায় যোগ দিয়েছেন দলের সভাপতি শেখ হাসিনা।
আজ সোমবার (১৫ জানুয়ারি) বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সভায় সভাপতিত্ব করছেন তিনি। সভার আগে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ফুল দিয়ে শেখ হাসিনাকে বরণ করে নেন।
দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শাখা এবং সব সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে এই যৌথসভা হচ্ছে।