ঢাকায় আসছেন চীনের কমিউনিস্ট পার্টির ভাইস মিনিস্টার, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ কাল

চীনের কমিউনিস্ট পার্টির আর্ন্তজাতিক দপ্তরের ভাইস মিনিস্টার সুন হাইয়া চার দিনের সফরে মঙ্গলবার বাংলাদেশে আসছেন। বর্তমান সরকার চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসার পর চীনের পক্ষ থেকে এটি প্রথম কোন উচ্চ পর্যায়ের সফর। চীনের কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ ওই নেতা ঢাকা সফরের সময় আগামীকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

আজ মঙ্গলবার সকালে কূটনীতিক একাধিক সূত্র জানিয়েছে, মালদ্বীপে তিন দিনের সফর শেষে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ভাইস মিনিস্টার বিশেষ ফ্লাইটে বাংলাদেশে আসবেন।

গত ১১ জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার টানা চতুর্থবারের মত ক্ষমতা গ্রহণের পর বিদেশি কোন প্রতিনিধির এটাই প্রথম বাংলাদেশ সফর। চীনের প্রেসিডেন্ট সি চিনপিং ১১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়ে অভিনন্দন জানান।

এবার চীনের প্রেসিডেন্ট এবং সিপিসির সাধারণ সম্পাদক সি চিনপিং তাঁর প্রতিনিধিকে ঢাকায় পাঠিয়ে বাংলাদেশের সরকার এবং ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা দিচ্ছেন।

বাংলাদেশ সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সিপিসির ভাইস মিনিষ্টার সুন হাইয়া।

চীনের কমিউনিস্ট পার্টির ওই নেতা প্রথম বাংলাদেশ সফরের সময় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন।

Scroll to Top