বড় দল ভোটে অংশ না নিলে নির্বাচন অবৈধ হবে না: সিইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় দলগুলো অংশগ্রহণ করলে ভোটার উপস্থিতি আরও বেশি হতো-এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবীবুল আওয়াল।

আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকায় রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন ও ডেমোক্রেসির (আরএফইডি) নব নির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, বড় দল ভোটে অংশ না নিলে নির্বাচন অবৈধ হবে না তবে গ্রহণযোগ্যতা খর্ব হয়। সিইসি বলেন, ক্ষমতাসীন দল উপজেলা পরিষদে দলীয় প্রতীক না সিদ্ধান্ত ভালো।

উপজেলা পরিষদ নির্বাচনে রাজনৈতিক দলের বাইরে স্থানীয় গুরুত্বপূর্ণ নেতাদের ভোট করার আহ্বান জানান তিনি। পাকিস্তানের সাধারণ নির্বাচনের উদাহরণ টেনে সিইসি বলেন, পাকিস্তান সাড়া জাগানো নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে।

গণমাধ্যমকে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়ে কাজী হাবিবুল আউয়াল বলেন, গণমাধ্যমের ভূমিকা শক্তিশালী হলে রাষ্ট্রে জবাবদিহিতা নিশ্চিত হয়।

Scroll to Top