মিয়ানমারের ১২০ সীমান্তরক্ষীকে হস্তান্তর 

পালিয়ে আসা মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্যসহ দেশটির ৩৩০ নাগরিকের মধ্যে প্রথম দফায় ১২০ সীমান্তরক্ষীকে হস্তান্তর করা হয়েছে। বাকিদের রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে।

আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে তাদের কক্সবাজারের ইনানী জেটিঘাট থেকে পর্যটকবাহী জাহাজে তোলা হয়।

এসময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েসহ দুই দেশের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে মিয়ানমার সরকারের কাছে হস্তান্তরের উদ্দেশে ঘুমধুম উচ্চ বিদ্যালয় থেকে কক্সবাজারের ইনানীতে নৌ-বাহিনীর জেটিঘাটে নেওয়া হয়। সেখান থেকে তাদের কর্ণফুলী এক্সপ্রেস জাহাজে করে নেওয়া হবে গভীর সাগরে। যেখানে অবস্থান করছে মিয়ানমার নৌ-বাহিনীর আরেকটি জাহাজ। সেই জাহাজের মাধ্যমে স্বদেশে ফেরত যাবেন মিয়ানমারের নাগরিকরা।

Scroll to Top