মিউনিখে বৈঠক করলেন চীন ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। গত শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অনুষ্ঠিত বৈঠকে চীনের ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করেছেন তারা। শনিবার এই তথ্য জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

আজ শনিবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে চীনা কোম্পানি এবং ব্যক্তিদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে আলোচনা করেছেন চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা।

এছাড়া, শুক্রবার অনুষ্ঠিত ওই বৈঠকে দুই দেশের মানুষের মধ্যে সুযোগ-সুবিধা আদান-প্রদানের বিষয়েও আলোচনা করেছে উভয় পক্ষ। চীনা মন্ত্রণালয়ের মতে, উভয় পক্ষের মধ্যকার এই আলোচনা ‘দৃঢ়, সাবলী এবং গঠনমূলক’ ছিল।

Scroll to Top