জাতীয় ভোটার দিবস আজ

আজ (২ মার্চ) জাতীয় ভোটার দিবস। দেশে প্রথম জাতীয় ভোটার দিবস পালন হয়েছিলো ২০১৯ সালের ১লা মার্চ। পরবর্তী বছরগুলোতে সরকারি নির্দেশেই ২রা মার্চ পালিত হয় এই দিবস।

প্রথমবার জাতীয় ভোটার দিবস জাঁকজমকপূর্ণভাবে পালিত হলেও পরের বছরে দিবসটির কার্যক্রম সীমীত হয়ে পড়ে। ব্যয় সাশ্রয় করতে এবছর শোভাযাত্রাও করবে না নির্বাচন কমিশন (ইসি)। এবছর ভোটার দিবসের প্রতিপাদ্য ‘সঠিক তথ্যে ভোটার হব, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব’। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

তিনি বলেন, সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব- স্লোগানকে সামনে রেখে এবারের দিবসটি পালন করা হবে। এদিন বিকেল তিনটায় নির্বাচন ভবনের আয়োজন করা হবে আলোচনা সভা। ভোটার দিবসে প্রকাশ করা হবে হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা।

খসড়া তালিকা অনুযায়ী দেশের ভোটার এখন ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন। এর মধ্যে পুরুষ ছয় ভোটার কোটি ২০ লাখ ৯০ হাজার ১৩৭, নারী ভোটার পাঁচ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৩৮৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৯২৪ জন।

Scroll to Top