অযত্নে-অবহেলায় নষ্ট হচ্ছে মামলার আলামত

বছরের পর বছর বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার আলামত পড়ে থাকে অযত্নে অবহেলায়। থানা ও আদালতের মালখানায় নষ্টও হয় অনেক কিছু। পুলিশ বলছে কখনো কখনো এসব আলামত দিয়ে অপরাধ প্রমাণ করাও কষ্ট হয়ে দাঁড়ায়। আইনজীবীদের মতে এসব আলামত দীর্ঘ দিন সংরক্ষণ না করে সুষ্ঠু ব্যবহার করা উচিত।

আট বছর ধরে বগুড়ার কোর্ট মালখানা চত্বরে পড়ে আছে এই অটোরিকশা। যা একটি হত্যা মামলার আলামত। এমন হাজার হাজার মামলার গুরুত্বপূর্ণ আলামত বগুড়া কোর্ট মালখানার বারান্দায় ফেলে রাখা। সারাদেশের থানা ও আদালত মালখানার চিত্র একই রকম।

হত্যা, ধর্ষণ, অপরহণ, বিস্ফোরক, মাদকসহ সব ধরণের মামলার আলামত ফেলে রাখা হয় এক সাথে। পুলিশও বলছে, এসব আলামত তাদের জন্য বোঝা।

ফৌজদারি কার্যবিধির ১০৩ ও ১৬৫ ধারা এবং পুলিশি আইনের ৩৭৯ ও ২৮০ এবং দণ্ডবিধির ৪০৩ ধারায় আলামত সংরক্ষণ করা হয়। যা মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত ধ্বংসের বিধান নেই বলে জানালো পুলিশ।

আইনজীবীদের মতে, আলামত সংরক্ষণ করতে গিয়ে সম্পদের ক্ষতি মেনে নেয়া যায় না। বিকল্প বের করার পরামর্শ তাদের।

পুলিশ ও আইনজীবীরা মনে করেন, সম্পদ রক্ষা ও সরকারি জায়গার সঠিক ব্যবহার নিশ্চিত করতে আলামত সংরক্ষণ আইনের পরিবর্তন দরকার।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, ০৭ নভেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ