চার দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের রাজা

ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক চার দিনের সফ‌রে ঢাকায় পৌঁছেছেন ।

আজ সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এর আগে গত বুধবার (১৩ মার্চ) ভুটানের রাজার বাংলাদেশ সফরসংক্রান্ত এক‌টি প্রজ্ঞাপন জা‌রি ক‌রে প্রধানমন্ত্রীর কার্যালয়।

বিমানবন্দরে রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুককে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল ভুটানের রাজাকে গার্ড অব অনার প্রদান করেন। স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনসহ বৈঠক করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে।

এই সফরে ঢাকা ও থিম্পুর মধ্যে একটি চুক্তি নবায়নসহ তিনটি সমঝোতা সইয়ের কথা রয়েছে। এ ছাড়া ভুটানের রাজা পদ্মাসেতু ঘুরে দেখবেন। আগামী ২৮ মার্চ কুড়িগ্রাম হয়ে সড়ক পথে ভুটান ফিরে যাবেন তিনি। ১১ বছর আগে আরেকবার বাংলাদেশ সফর করেছেন ভুটানের রাজা।

চূড়ান্ত বিজয়ের আগেই, একাত্তরের ছয় ডিসেম্বর বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ভুটান। সে কারণে বাঙালির হৃদয়ে রয়েছে দেশটি। সেই সম্পর্কের ধারাবাহিকতায় স্বাধীনতা দিবসে সফরের আমন্ত্রণ জানানো হয় ভুটানের রাজাকে।