নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের ‘বাঙালি সন্ত্রাসী’ বলায় তীব্র প্রতিবাদ

নতুন করে রোহিঙ্গাদের উপর চড়াও মিয়ানমারের সরকার। সংঘাত আর রক্তপাতে হাজার হাজার রোহিঙ্গা ফের ভিটেমাটি হারিয়ে বাংলাদেশে পাড়ি জমানোর চেষ্টা চালাচ্ছে। তবে সীমান্তে বিজিবির রয়েছে কড়া নজরদারি। এতে আপাতত রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো গেলেও, প্রকট হচ্ছে মানবিক সংকট।

এদিকে, নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের ‘বাঙালি সন্ত্রাসী’ বলায় তীব্র প্রতিবাদ জানিয়ে মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরী তলব করা হয়েছে।

বৃহস্পতিবার রাত থেকে মিয়ানমারের ভেতরে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপর ভোর থেকেই বাংলাদেশ সীমান্তে নামে রোহিঙ্গাদের ঢল। কক্সবাজারের উখিয়া উপজেলার রহমত বিল থেকে পালংখালী পর্যন্ত দেখা মেলে কয়েক হাজার রোহিঙ্গার। এতে উদ্বিগ্ন স্থানীয়রা। প্রাণ বাঁচাতে তাই নারী ও শিশুসহ হাজারো রোহিঙ্গার নাফনদী পেরোনোর এই চেষ্টা।

স্থানীয় জনপ্রতিনিধি জানান, রোহিঙ্গারা যাতে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য সবসময় সতর্ক তারা।

আর কড়া পাহারায় রয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষা বাহিনী-বিজিবিও।

একদিকে সীমান্তে মানবেতর অবস্থায় রোহিঙ্গারা। অন্যদিকে রাইফেল উঁচিয়ে তাদের তাড়া করছে মিয়ানমারের সরকারী বাহিনী।

 

বাংলাদেশ সময় : ১৮৩৯ ঘণ্টা, ২৬ আগস্ট, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ