hotel11

কলকাতার হোটেল থেকে আরেক বাংলাদেশি নিখোঁজ

কিছুদিন আগেই কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে খুন হন ঝিনাইদহের সংসদ আনোয়ারুল আজিম আনার। ইতিমধ্যে এ খুনের ঘটনায় বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে। এর রেশ কাটতে না কাটতেই এবার কলকাতায় চিকিৎসা করাতে এসে হোপেল থেকে নিখোঁজ হয়েছেন আরেক বাংলাদেশি।

বৃহস্পতিবার (২০ জুন) ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নিখোঁজ যুবকের নাম মুহাম্মদ দিলওয়ার (২৩)। চিকিৎসার জন্য গত ১৮ জুন পরিবারের সাথে কলকাতা এসে পার্কস্ট্রিটের একটি হোটেলে উঠেছিলেন ওই যুবক।

এরপর বৃহস্পতিবার সকাল থেকে তার আর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এ ঘটনায় স্থানীয় থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছে তার পরিবার।

এ বিষয়ে দিলওয়ারের বাবা ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘১৮ জুন আমরা চিকিৎসার জন্য এখানে এসেছি। গতরাত ১৯ জুন থেকে থেকে ছেলে নিখোঁজ হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে মনে হচ্ছে ও নিজেই হোটেল থেকে বেরিয়ে গেছে। থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে।

পুলিশ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।’
হোটেল কতৃপক্ষ বলছে, চেক আউট না করেই ওই যুবক হোটেল থেকে বেরিয়ে যান। পুলিশের ধারনা, ওই যুবক বাংলাদেশে ফিরেছেন।

Scroll to Top